সূর্য গ্রহণ ৮ এপ্রিল ২০২৪ বাংলাদেশ সময় || ৮ এপ্রিল সূর্যগ্রহণ বাংলাদেশ সময় -Surya Grahan

সূর্য গ্রহণ ৮ এপ্রিল ২০২৪ বাংলাদেশ সময় || ৮ এপ্রিল সূর্যগ্রহণ বাংলাদেশ সময় -Surya Grahan https://ift.tt/5HDYogW

 

সূর্য গ্রহণ ৮ এপ্রিল ২০২৪ বাংলাদেশ সময় || ৮ এপ্রিল সূর্যগ্রহণ বাংলাদেশ সময় -Surya Grahan

আজ ৮ এপ্রিল ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে। মেক্সিকো, আমেরিকা ও কানাডায় দেখা যাবে সূর্যগ্রহণ।এ ছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ কয়েকটি দেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।।  এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি একটি বিরল সূর্যগ্রহণ হতে যাচ্ছে। কারন এর স্থায়িত্ব বেশি সময় থাকবে।টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে থাকবে। যা গত ৫০ বছরে কখনো কোনো গ্রহণেই হয়নি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, মেক্সিকো, আমেরিকার ১৫টি রাজ্য ও কানাডার নির্দিষ্ট স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে টেক্সাসে সবচেয়ে দীর্ঘ ৪ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে এটি।

 

    সূর্য গ্রহণ ৮ এপ্রিল ২০২৪ বাংলাদেশ সময়


    ভারতীয় সময়ে রাত ৯টা ৩২ মিনিটে শুরু হবে। আর শেষ হবে দুইটা ৫২ মিনিটে। তবে এর মধ্যে পূর্ণগ্রাস থাকবে চার মিনিট। কারো কারো মতে আবার সাত মিনিট। কিন্তু এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। কারণ এটি যে সময়ে হবে, সেই সময়ে বাংলাদেশের আকাশে সূর্য নেই। কারণ সেই সময়ে রাত। তাই এটি বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে দেখা যাবে না।


    সূর্যগ্রহণ লাইভ দেখার উপর

    সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না। তবে আপনি লাইভ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশে বা ভারতে সূর্যগ্রহণ দেখতে পারেন। আপনি আমেরিকান মহাকাশ সংস্থা নাসার অফিসিয়াল ওয়েবসাইটে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিম দেখতে পারেন। এর সঙ্গে সোমবার রাত ১০.৩০ মিনিট থেকে নাসার ইউটিউব চ্যানেলে এর লাইভ স্ট্রিমিংও শুরু হবে।

    নাসার অফিশিয়াল ওয়েবসাইট লিংক ও ইউটিউব চ্যানেল

    Tag:সূর্য গ্রহণ ৮ এপ্রিল ২০২৪ বাংলাদেশ সময়, ৮ এপ্রিল সূর্যগ্রহণ বাংলাদেশ সময় -Surya Grahan



    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url