বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা https://ift.tt/F9RA7dM


সকল শিক্ষা বোর্ডের আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী রোববার (২১ জুলাই) থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।

প্রসঙ্গত, গত রোববার প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পর কোটা নিয়ে আন্দোলন উত্তপ্ত হয়ে ওঠে। চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিরা পাবে? বিচিত্র আমাদের দেশ, বিচিত্র আমাদের মানসিকতা।’ এ বক্তব্যের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক আহত হন। ওই রাতেই ঘোষণা দেওয়া হয়, আজ মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। ছাত্রলীগও দুপুরে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়।

আজ দুই পক্ষের কর্মসূচির চেয়ে সংঘর্ষের ঘটনা বেশি আলোচনায় আসে। এখন পর্যন্ত ঢাকায় ২, চট্টগ্রামে ৩ এবং রংপুরে ১ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহাল রাখার রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানিয়ে ছাত্র আন্দোলন চলছে। ৭ জুলাই থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে এবং ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে।

১০ জুলাই হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দেন আপিল বিভাগ। ৭ আগস্ট এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও আজ সরকার পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়েছে।

কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো:

সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধন করতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url