কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৯ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ~ acas.edu.bd Admission Circular 2025 PDF

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৯ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ~ acas.edu.bd Admission Circular 2025 PDF https://ift.tt/wxBmAiU

 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার 

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক ১৭ এপ্রিল প্রকাশিত হয়েছে কৃষি গুচ্ছ ৯ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪। যারা গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ জানতে আগ্রহী নিচে বিস্তারিত সার্কুলার তুলে ধরা হলো দেখে নিন।

   
       

    ৯ টি কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম সমূহ

    1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
    2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর 
    3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
    4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী
    5.  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
    6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
    7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
    8. খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ
    9. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

    ৯ টি গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৪

    বিদ্যালয়ের নাম আসন সংখ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

    ১১১৬

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর 

    ৩৭৫

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা

    ৬৯৮

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী

    ৪৪৩

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

    ২৪৫

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট

    ৪৩১

    খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

    ১৫০

    খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ

    ৯০

    • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।



    কৃষি গুচ্ছ আবেদনের সময়সীমা ও ফি


    •  আবেদন গ্রহণের সময়সীমা আবেদন গ্রহণ শুরু হবে ২২ এপ্রিল থেকে। চলবে ৩০ মে পর্যন্ত।
    •  আবেদন ফি ১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা মাত্র (ট্রানজেকশন চার্জ ব্যতীত)

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

    • ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায়। শেষ হবে বেলা সাড়ে ১২ টায়।

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৪


    কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪

    ক) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০১৯/২০২০/২০২১ সালে এসএসসি/সমমান এবং ২০২২/২০২৩ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই আবেদন করতে পারে। ২০২২ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
    খ)আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
    গ)জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
      এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

      আবেদনের নিয়মাবলী


      ক) আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Google Play store থেকে ACAS App Download করে এর মাধ্যমেও আবেদন ফরম পূরণ করা যাবে।

      খ) মোবাইল ফোন নম্বর প্রদানের স্থানে নিজের ফোন নম্বর প্রদান করতে হবে। sms এর মাধ্যমে PIN / লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি এ নম্বরে জানানো হবে।

      গ) আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবির সফট কপি (৫০ কিলোবাইটের মধ্যে jpg ফরমেটে লগইন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ঘ) O ও A লেভেল আবেদনকারীদেরকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ট্রান্ক্রিপ্ট এর স্ক্যান কপি অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

       কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪


      কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৯ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ ~ acas.edu.bd Admission Circular 2024 PDF
      গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৪





      কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ PDF

      Click Here To Download 


      ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট acas.edu.bd এ পাওয়া যাবে।

      Tag:কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৮ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ ~ acas.edu.bd Admission Circular 202



      Next Post Previous Post
      No Comment
      Add Comment
      comment url