কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪: প্রকাশিত হবে ৩০ অক্টোবর

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪: প্রকাশিত হবে ৩০ অক্টোবর https://ift.tt/Z6IV8Ex


দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর। কৃষি গুচ্ছের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপ-পরিচালক মো. খলিলুর রহমান জানিয়েছেন, ৩০ অক্টোবর ফল প্রকাশের পরপরই ভর্তির পরবর্তী কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামী ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার মোট ৭৫ হাজার ১৭ জন আবেদনকারীর মধ্যে ৫১ হাজার ৮১১ জন পরীক্ষায় অংশ নেন, যার উপস্থিতির হার ছিল ৬৯.০৬ শতাংশ। এ বছর প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২০ জন শিক্ষার্থী।

কৃষিগুচ্ছে অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url