dhaka university admission circular 2024-25 All Information | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫| Du Admission Circular 2024-25
আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু এইচএসসি রেজাল্ট সিস্টেমে ব্যাপক পরিবর্তন আসলো,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কিছুটা পরিবর্তন হয়েছে। তবে এর জন্য চিন্তার কোনো কারণ নাই। প্রস্ততি নিতে হবে প্রস্তুতির নিয়মেই।
নোটঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ তারিখ প্রকাশ🎤 বিস্তারিত সার্কুলার খুব দ্রুত প্রকাশিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ admission.eis.du.ac.bd নিচে বিস্তারিত দেওয়া হয়েছে দেখে নিন।
ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫-ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনঃ- ৪ নভেম্বর ২০২৪
ভর্তির শেষ তারিখঃ- ২৫ নভেম্বর ২০২৪
আবেদন ফি- আবেদন ফি ১০৫০/- (এক হাজার পঞ্চাশ) টাকা।
প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমাঃ-
আবেদনের ওয়েবসাইটঃ- admission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩-২৪
পরীক্ষার তারিখ: আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিট/আসন সংখ্যা ২০২৪-২৫
ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ) সিট সংখ্যাঃ- ১৭৪০
গ-ইউনিট (বানিজ্য বিভাগ) সিট সংখ্যাঃ-১২৫০
ঘ-ইউনিট (সমন্বিত) সিট সংখ্যাঃ-১৬১০
চ-ইউনিট (চারুকলা ( সকল বিভাগ) সিট সংখ্যাঃ- ১৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ২০২৪-২৬
- ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৯ থেকে ২০২২ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ইউনিটগুলোর মানবণ্টন:
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়:
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়:
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য যেকোন ইউনিটে ভর্তির আবেদন https://ift.tt/kKsZap4 ওয়েব সাইট থেকে করা যাবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), শিক্ষার্থী যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী, কোটা এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে। ভর্তির আবেদন ফি তাৎক্ষনিক অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ফি অফেরতযোগ্য। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত ওয়েব সাইটে পাওয়া যাবে।
সমতা নিরূপনের জন্য:
এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশী পাঠক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপনের জন্য https://ift.tt/hCAkzEG ac bd ওয়েব সাইটে গিয়ে “সমমান আবেদন” বা “Equivalence Application” মেনুতে আবেদন করে তাৎক্ষনিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপনের পর প্রাপ্ত “Equivalence ID” ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মত তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
- ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)-এর প্রয়োজন পড়বে।
- শিক্ষার্থীকে ৮টি বিভাগীয় শহরের যেকোন ১টিকে তার ভর্তি কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে।
- স্ক্যান করা একটি ছবির (Format: jpg, Size: 30 – 200KB, Width: 360-540px, Height: 540-720px) প্রয়োজন পড়বে।
- SMS করার জন্য শিক্ষার্থীর কাজে টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক অপারেটর এর একটি মোবাইল নম্বর থাকতে হবে।
- ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে (VISA/Mastercard/ American Express ডেবিট অথবা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং) বা চারটি রাস্ট্রায়ত্ব ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
Tag:ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪-ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪,ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ Du Admission Circular 2023-24
